আগামীকাল শিল্পকলায় ‘জনমাংক’

0
332

ঢকা প্রতিনিধিত : আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের নাটক ‘জনমাংক’। নাসরীন মুস্তাফার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মীর মেহেবুব আলম নাহিদ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক মীর মেহেবুব আলম নাহিদ বলেন, এক জনপদের পুরুষ নামধারী তথাকথিত মানুষের বেঁচে থাকার স্বার্থপরতা আমাদের আহত করে। মানবতার অপমান ক্ষুব্ধ করে। প্রকৃতির রুদ্র রোষে ভীত মানুষ নারী আর পুরুষে বিভক্ত হলে পেশীশক্তির দাপটে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করে পুরুষরাই। নারীদের ঠেলে ফেলা হয় ক্ষুব্ধ সাগরের বুকে।

আপাতদৃষ্টিতে সবল পক্ষটি প্রাণে বেঁচে গেলেও তাদের জীবনের ছন্দপতন ঘটে। নারী ছাড়া পুরুষের জীবন কতখানি শুষ্ক আর নিরানন্দের হতে পারে তা তারা টের পায়। নাটকটিতে অভিনয় করছেন মসিউর রহমান, শাখাওয়াত হেসেন শিমুল, ওয়ালিদ, জিনিয়া, কামরুল, জনি, ইকরাম, শুভ, সুমন, চমক, লিমন, শরিফ, ইমরান, তাসমি চৌধুরী।

আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। মঞ্চ, পোশাক ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন আলী আহমেদ মুকুল। আবহ পরিকল্পনা করেছেন তপন কুমার সরকার ও কোরিওগ্রাফি করেছেন ফাহমিদা আলম পাখি। আবহ পরিচালনা হামিদুর রহমান পা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here