আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল কুমিল্লায় শুরু হবে জাতীয় পুষ্টি সপ্তাহ

0
561

মনির হোসেন,কুমিল্লা : কুমিল্লা জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও জেলা সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা’র উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ রোববার ২১ এপ্রিল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জনসাধারণের মাঝে সচেতনতা সুষ্টির লক্ষে আগামী ২৩-২৯ এপ্রিল ৭দিনব্যাপী এ পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুমিল্লায় কর্মরত সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান। সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুমিল্লা’র উপ-পরিচালক মাহাবুবুল করিম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আহসানুল কবির। এছাড়া কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: নাজমুল হাসান, ডা: সৌমেন রায় ও ডা: নৃস্বর্গ মেরাজ চৌধুরী সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, আগামী ২৩-২৯ এপ্রিল ০৭ দিনব্যাপী পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১ম দিনে বাউল শিল্পী দিয়ে সুসজ্জিত গাড়ী নিয়ে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে এর শুভ সূচনা করা হবে। ২য় দিন মাতৃ ও পুষ্টি মেলা এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। ৩য় দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪র্থ দিনে পুষ্টি বিষয়ে মেলা ও পুষ্টি বার্তা জনগণের মাঝে বিতরণ করা হবে। ৫ম দিনে নিউট্রেশন নিয়ে পুষ্টি বার্তা ও বিভিন্ন উপজেলা-ইউনিয়নে এর ব্যাপক প্রচান প্রচারণা করা হবে। ৬ষ্ঠ দিনে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সচেতনতা বিষয়ে আলোচনা করা হবে এবং সর্বশেষ সমাপনী দিনে সেমিনার ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। জেলা সিভিল সার্জন আরো বলেন, আগামী প্রজন্মকে অদম্য ও মেধাবী জাতি হিসেবে গঠনের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বর্তমানে অনেক বেশী কাজ করছে। তাই ভবিষতে একটি উন্নত জাতি গঠনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিসীম। বর্তমানে সারা দেশে পাঁচ বছরের নীচে বয়স ৬০ লক্ষ শিশু পুষ্টি হীনতায় ভুগছে। পৃথিবীতে বর্তমানে আমাদের দেশ ৯ম গড় আয়ুর দেশ হিসেবে উন্নীত হয়েছে। আশা করি আমরা আরো বেশী সচেতন হলে আগামী প্রজন্মের শিশুরা অত্যন্ত মেধাবী ও পুষ্টি সম্মত জাতিতে পরিণত হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিটিভি নিউজের সম্পাদক ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, প্রথম আলো কুমিল্লা’র স্টাফ রিপোর্টার গাজী উল হক সোহাগ, শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহাবুব, এনটিভি কুমিল্লা প্রতিনিধি জালাল উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here