আজ যশোরও মাগুরায় বন্দুক যুদ্ধে নিকেশ হলো আরো ৫ মাদক ব্যবসায়ী

0
542

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার গভীর রাতে যশোর ও মাগুরায় বন্দুক যুদ্ধে ৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদের মধ্যে নিহত ড্যামকেয়ার লিটনের বাড়ি দীঘিরপাড় এলাকায়। অপরজনের পরিচয় জানা যায়নি।
অন্যদিকে মাগুরার নিহতরা হলেন- শহরের ইসলামপুর পাড়ার রাজ্জাক ঢালীর ছেলে রায়হান ঢালী ওরফে বিট্রিশ (৩০), ভায়না এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫৫) ও শহরের নতুন বাজার বৈরাগি পাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী ওরফে কালা।

জানা গেছে যশোরের বেনাপোলে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হওয়া বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। বুধবার ভোর রাতে সীমান্তবর্তী বড়আচড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অন্যদিকে মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুই দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মাগুরার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছয়রুদ্দিন জানান, শহরতরীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময়ের শব্দ শুনে টহল পুলিশ সেখানে গিয়ে তিন ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় সেখান থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাজা, ছয় বোতল ফেনসিডিল, ৬টি রাইফেলের গুলি, ৮টি গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ দ্রুত তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই ওই তিন ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ।
রায়হান ওরফে বিট্রিশ ও কিশোর অধিকারী কালার নামে ১০ ও বাচ্চু চোপদারের নামে ৭টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here