আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের মৃত্যু

0
334

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল ইসলাম ঝিনুক।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, গত ৫ জুলাই বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হয়। তবে তার অবস্থা অবনতি হওয়ায় ওই দিনই তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল- ২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আরও আসছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here