৫০টি জাতীয় পতাকা উত্তোলন

0
230

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের দুদিনব্যাপি কর্মসূচি শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৫ মার্চ) শহরের লালদিঘি শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, বীরমুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, কাজী আব্দুস সবুর হেলাল, আফজাল হোসেন দোদুল, অ্যাড. বিভাশ চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস সিআইপি, শ্রীশ্রী হরিসভা মন্দিরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক সমাজের কথার যুগ্ম বার্তা সম্পাদক প্রণব দাস, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি শ্রাবণী সুর, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুখেন মজুমদার ও প্রশান্ত দেবনাথসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন অনুষ্ঠান সঞ্চালনা করেন। ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

কর্মসূচির প্রথমদিন ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আজ সন্ধ্যায় শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে আলোক প্রজ্বালন করা হবে।

আগামীকাল শনিবার (২৬ মার্চ) সকালে শোভাযাত্রা এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে গণপ্রার্থনা অনুষ্ঠিত হবে।