‘আমি অভিভূত’

0
481

ম্যাগপাই নিউজ ডেক্স : প্রটোকল ভেঙে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। আর এতে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অভিভূত হয়েছেন বলে জানিয়েছেন। আজ বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর সৌজন্যে ওই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এতে অংশ নেন নয়াদিল্লিতে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট নয়াদিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করে। এসময় বড় চমক দেন নরেন্দ্র মোদি। ভারতের ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর আগেই প্রটোকল ভেঙে সৌহার্দ্যের নজির দেখিয়ে বিমানবন্দরে এসে শেখ হাসিনাকে ফুল দিয়ে ঊষ্ণ অভ্যর্থনা জানান মোদি।

এ বিরল অভ্যর্থনায় মুগ্ধ প্রধানমন্ত্রী বলেন, প্রটোকল ভেঙে নরেন্দ্র মোদি বিমানবন্দরে রিসিভ করেছেন বলে আমি অভিভূত। তিনি এসময় বলেন, আমরা গঙ্গা ব্যারেজ (বাঁধ) করতে চাই। সেজন্য ভারতের সহযোগিতা চাই। এতে দু’দেশই লাভবান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here