আকস্মিক ঝড়ো বৃষ্টিতে মণিরামপুরের বোরো চাষীরা দিশেহারা, আড়াই কোটির ক্ষতির আশংকা

0
514

উত্তম চক্রবর্ত্তী, মণিরামপুর (যশোর) : আকস্মিক বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মণিরামপুরের বোরো চাষীরা। নাওয়া-খাওয়া ফেলে অনেক কষ্টে ফলানো ফসল বোরো ধান ঘরে তুলতে মরিয়া হয়ে পড়েছেন। তবে তার পারও ক্ষতির শিকার হচ্ছেন চাষীরা। উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তফরদার জানান, চলতি বছরে মণিরামপুরে বোরো চাষ করা হয় ২৯ হাজার ১৫০ হেক্টর জমিতে। ঝড়ো বৃষ্টিপাতের আগে চাষীরা ১১ হাজার ৬৫০ হেক্টর জমি থেকে ধান বাড়ীতে তুলতে সক্ষম হয়েছে। বাকী ধান জমিতে পড়ে রয়েছে। তিনি দাবী করেছেন মাঠে থাকা বোরো ধানের মধ্যে ২৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হচ্ছেন চাষীরা। সূত্রমতে, ২৫০ হেক্টর জমি উৎপাদিত ১৩৭৫ মেঃটন ধান নষ্ট হচ্ছে। যার চলতি বাজার মূল্য কোটি টাকা বলে দাবী করেছেন তিনি। পাতন গ্রামের বোরো চাষী আবুল হোসেন, গোপিকান্তপুর গ্রামের আব্দুল আজিজ সরদার, খড়িঞ্চি গ্রামের আকবার আলী জানান, হঠাৎ ঝড়ো বৃষ্টির ফলে চাষীরা মাঠ থেকে ধান গোছাতে দিশে হারা হয়ে পড়েছেন। ৫শ টাকার কৃষাণ (শ্রম বিক্রি) ৮শ টাকা পর্যন্ত চাষীকে গুনতে হয়েছে। ফলে কৃষক চাষীরা তাদের ধান বাড়ী তুলতে সক্ষম হয়েছে তারা আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হয়েছে। এছাড়াও আবহাওয়া অনুকুলে না থাকায় বোরো চাষীরা দুঃচিন্তায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here