আস্তে আস্তে জমতে শুরু করেছে রাজগঞ্জের ঈদের বাজার

0
449

উত্তম চক্রবর্তী: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ঈদের বাজার জমে উঠেছে। কাপড়ের দোকানগুলোতে ভীড় বাড়তে শুরু করেছে। ক্রেতা তাদের পছন্দ মত বিভিন্ন পোষাক কিনছে। ছোট ছোট বাচ্ছাদের পোষাক বেশি বেচাকেনা হচ্ছে বলে দোকানীরা জানায়। দোকানীরা বলেন, এবার ঈদে বাচ্ছাদের পোষাকের চাহিদা বেশি। তবে ক্রেতারা বিভিন্ন ধরণের পোষাক তাদের পিতা, মাতাদের জন্য ক্রয় করছেন। রাজগঞ্জ বাজারের দিশা বস্ত্রালয়ের মালিক আশিকুর রহমান তুহিন বলেন, ঈদের বেচাকেনা আস্তে আস্তে জমতে শুরু করেছে। প্রতিদিন ভালোই ক্রেতা আসছে দোকানে। তবে রোজা ১৫/১৬ টা পার হলে আরো বেশি ক্রেতা পাবো। তিনি বলেন, পুরুষদের জন্য তারা পছন্দ করছেন পাঞ্জাবী আর তরুনিরা পছন্দ করছেন পাখি জামা। তাই পছন্দ করছে রাজগঞ্জ এলাকার তরুনিরা। তবে তরুনেরা কি পছন্দ করছে তা এখনো পর্যন্ত ঠিকঠাক বলা যাচ্ছে না। কারণ তারা কি ড্রেস এই ঈদে পরবেন তা এখনো বলা যাচ্ছে না। এই ঈদে মেয়েদের পোষাক দোকানদাররা দোকানে দোকানে সাজিয়ে রেখেছে বাহারি রঙের পোষাক। মহিলারা পছন্দ করছেন সিলকের শাড়ী। যে কারণে শাড়ীর ক্রেতা এখনো জমে উঠেনি। তবে দোকানদারদের মন্তব্য হচ্ছে, ১৫/১৬ রোজার পরেই জমজমাট বেচাকেনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here