ইডেনে নাইট বিজর্সন করে ফাইনালে সানরাইজার্স

0
458

ক্রীড়া ডেস্ক : এই নিয়ে দু’বার ফাইনালে উঠল সানরাইজার্স হায়দরাবাদ৷ শেষবার ২০১৬ সালে আইপিএল ফাইনালে উঠেছিল চারমিনারে শহরের এই ফ্র্যাঞ্চাইজি৷

শেষমেষ নির্ণায়ক হয়ে দাঁড়াল ১০ বলে রাশিদের ৩৪ রানের ইনিংস৷ আফগান স্পিনারের ব্যাটিং ঝড়ই নাইটদের ফাইনাল থেকে ছিটকে দিল৷ ঘরের মাঠে ডেথ বোলিংয়ের সমস্যায় ডুবল দীনেশ ব্রিগেড৷

কেকেআরকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠল সানরাইজার্স৷ ফাইনালে মুম্বইয়ে চেন্নাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ৷

হ্যাটট্রিক মিস করলেও দারুণ ইয়র্কারে নাইটদের বন্দি করে রাখলেন ব্রাথওয়েট৷

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে কার্লোস ব্রাথওয়েট!!! ক্রিজে কুলদীপের সঙ্গে প্রসিধ কৃষ্ণা৷

রুদ্ধশ্বাস লড়াই, এবার বাউন্ডারি লাইনে রাশিদের হাতে বন্দি শুভমন গিল৷ নাইটদের হাতে রয়েছে এক উইকট,৩ বলে নাইটদের দরকার ১৫ রান

বাউন্ডারি লাইনে রাশিদের হাতে বন্দি শিভম মাভি

সানরাইজার্সের হয়ে শেষ ওভার বল করছেন ব্রাথওয়েট৷ প্রথম বলে চার মারলেন শিভম মাভি!!!

১৯ তম ওভার করছেন সিদ্ধার্থ কউল৷ প্রথম বলেই আউট পীযূষ চাওলা৷ ওভারে সিদ্ধার্থ খরচ করলেন মাত্র ১১ রান৷ ১৯ বলে ৩০ রান করে ক্রিজে রয়েছেন শুভমন গিল৷

৪ ওভারে ভুবনেশ্বর কুমার খরচ করলেন ৩৮ রান৷ ১২ বলে নাইটদের দরকার ৩০ রান৷

নির্ণায়ক হয়ে উঠতে পারে ১০ বলে রাশিদের ৩৪ রানের ইনিংস৷ ১৮ বলে নাইটদের দরকার এখন ৩৯ রান,

১৭ ওভার শেষে কেকেআর ১৩৬/৬

ইয়র্কারের পর ইয়ার্কার করে চলেছে সিদ্ধার্থ কউল৷ ডেথ ওভারে দুরন্ত বোলিং কউলের৷

ফের ঘাতক রাশিদ!!! এবার শিকার রাসেল৷ ফিরলেন ৩ রানে৷ চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে রাশিদ তুলে নিলেন তিন উইকেট৷

১৪ ওভার শেষে ১১৭/৫

১৩ ওভার শেষে নাইট রাইডার্স- ১১২/৫৷ দুটি উইকেট পেয়েছেন রাশিদ, একটি উইকেট পকেটে পুড়েছেন প্রাক্তন নাইট শাকিব আল হাসান৷

ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান, গিল-রাসেল৷

আউট লিন!!! দীনেশের পর এবার ডাগআউটে লিন!!! ৪৮ রান করে রাশিদের বলে আউট হলেন নাইট ওপেনার

১২ ওভার শেষে নাইট রাইডার্স-১০৮/৪, ৮ রানে দীনেশকে বোল্ড করলেন শাকিব আল হাসান

ইডেনে শুরু ডিকে…ডিকে… গর্জন

রাশিদের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে আউট উথাপ্পা! ফিরলেন মাত্র ২ রানে৷ ক্রিজে এলেন নাইট কাপ্তান দীনেশ কার্তিক৷

১০ ওভার শেষে কেকেআর-৯৩/২

তৃতীয় ওভার বল করতে এলেন সানরাইজার্সের এক নম্বর পেসার ভুবনেশ্বর কুমার৷

৯ ওভার শেষে কেকেআরের রান- ৮৮/২

১৬ বলে ২২ রান করে রান আউট হলেন নীতিশ রানা৷

৮ ওভার শেষে কেকেআরের রান-৮১/১

২০ বলে ৩৫ রানে ব্যাট করছেন ক্রিস লিন৷

প্রথম ওভার বল করতে এসে মাত্র ৩ রান দিলেন সানরাইজার্সের তারকা স্পিনার রশিদ খান৷

৭ ওভার শেষে কেকেআর- ৭০/১

১৬ বল খেলে ২টি ছয় এবং ২টি চারের সাহায্যে ২৬ রানে ব্যাট করছেন ক্রিস লিন৷

৬ ওভার শেষে কেকেআর-৬৭/১

২ ওভার শেষে কেকেআর- ১৯/০

ইনিংসে দ্বিতীয় ওভারে আইপিএলে অভিষেক হওয়া কে আহমেদের হাতে বল তুলে দিলেন উইলিয়ামসন৷ প্রথম ওভারে নবাগত বোলার খরচ করলেন ১২ রান৷

ভুবির প্রথম ওভারে ৬ রান তুলল নাইট রাইডার্স৷ ওপেনিংয়ে লিনের সঙ্গী নারিন৷ ওভারে একটা বাউন্ডারি হাঁকিয়েছেন লিন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here