ইথিওপিয়ায় আবর্জনার স্তুপ ধসে নিহত ৪৬

0
376

ম্যাগপাই নিউজ ডেক্স : ইথিওপিয়া রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে একটি সুবিশাল আবর্জনার স্তুপ ধসে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।

শহরের কমিউনিকেশন ব্যুরোর প্রধান ডাগমাউইট মোজেস জানান, রবিবার শেষ রাতের এই ধসের ঘটনায় ৩০টি বেশি অস্থায়ী বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উদ্ধারকাজ চলছে, আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

৫০ বছরের বেশি সময় ধরে পুরোনো এই ডাম্পিং এলাকাটি ইথিওপিয়ার রাজধানী ও দেশটির সবচেয়ে বড় শহর আদিস আবাবা’র ৪০ লাখ বাসিন্দার আবর্জনা ডাম্পিং করা হয়। ধ্বসের সময় ওই এলাকায় ১৫০ জনের মতো মানুষ ছিলেন বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন স্থানীয়রা।

আদ্দিস আবাবা মেয়র দিরিবা কুমা জানিয়েছেন, ধসের পর ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here