ইবির হল মসজিদে ভাঙচুর করলো ছাত্রলীগ

0
656

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার সকাল ৯টার দিকে লালন শাহ্ হল মসজিদে মুয়াজ্জিনের কক্ষের তালা ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। মসজিদের মত পবিত্রস্থানে ভাঙচুর চালানোয় ক্ষোভ প্রাকাশ করেছেন ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সুত্রে, সোমবার সকালে লালন শাহ্ হলের ভেতরে দ্বিতীয় তলায় মসজিদে মামুন (ইংরেজি, ২০১১-১২), সুমনসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী মসজিদে যায়। হলের মসজিদের ইমামের কাছে মুয়াজ্জিনের কক্ষের চাবি দিতে চাপ দেয়। ওই সময় মুয়াজ্জিন ক্যাম্পাসের বাইরে ছিলেন বলে জানা গেছে। চাবি না পেয়ে ছাত্রলীগ কর্মীরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সেখানে রুমের ভেতর বিভিন্ন জিনিষপত্র এলোমেলো করে দেয় তারা। পরে নতুন একটি তালা এনে মুয়াজ্জিনের ওই কক্ষ তালাবদ্ধ করে দিয়ে তারা চলে যায়।

মসজিদের মুয়াজ্জিন রেজাউল বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম। আমার রুমে কেন ভাঙচুর চালানো হয়েছে তা জানি না।’

হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভাঙচুরের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘ছাত্রলীগের অতি উৎসাহী কিছু কর্মী একাজ করেছে। আমি তাৎক্ষণিক ঘটনা শুনেই আবার নতুন তালা লাগিয়ে মুয়াজ্জিনের কাছে চাবি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here