ইবি প্রশাসনের বৃক্ষ রোপন কর্মসূচী

0
695

ইবি প্রতিনিধি: ৫ জুন বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) প্রশাসন। বুধবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী।

কর্মসুচীর অংশ হিসেবে বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের পুকুর সংলগ্ন, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এলকায় দুই শতাধিক মেহগনী, লিচু গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন উদ্বোধন শেষে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন,“এবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন হলের উদ্দ্যোগে তিন সহস্রাধিক বৃক্ষ রোপন করা হবে। বিশ^বিদ্যালয়কে সবুজ ক্যাম্পাসে রুপান্তর করতে ব্যাপকভাবে বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here