ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তির ব্যাপারে সজাগ থাকতে হবে’

0
398

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারো নেই। আর আত্মঘাতী হওয়া ধর্মের কোথাও উল্লেখ নেই। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছেন দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসেন।

তিনি বলেন, ইসলাম ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

আজ শনিবার হজ ক্যাম্প আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হজ মিশনকে আরও শক্তিশালী করা হচ্ছে। হজ নীতি আরও উন্নত করা হয়েছে। তিনি বলেন, সৌদিতে হাজিদের অবস্থান জানার সুযোগ উন্নত হয়েছে। হজ যাত্রীদের রেজিস্ট্রেশন ডিজিটাইজড করা হয়েছে। হজ যাদ্রীদের যাতে হয়রানীর শিকার না হয় তির ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here