ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট চ্যাম্পয়নশীপ সেমিফাইনালে যশোর সাতক্ষীরা মুখোমুখি

0
197
Bangladesh's Mehidy Hasan (2L) with his teammates celebrates after the dismissal of West Indies' Jermaine Blackwood(C) during the third day of the first cricket Test match between Bangladesh and West Indies at the Zohur Ahmed Chowdhury Stadium in Chittagong on February 5, 2021. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

নিজস্ব প্রতিবেদক॥ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে খুলনা বিভাগের সেমিফাইনালে যশোরের তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তসূরিরা। আগামী ৪ জানুয়ারি খুলনা স্টেডিয়ামে সাতক্ষীরার বিরুদ্ধে মাঠে নামবে যশোরের ছেলেরা।

এদিকে, শনিবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোরের বিরুদ্ধে মাঠে নামে ঝিনাইদাহ জেলা। ম্যাচে ঝিনাইদরহর কাছে ১২ রানে হেরে যায় যশোর। সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঝিনাইদহ। তারা ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান করে। তাদের রোহান খান ৭টি চার ও ৫টি ছয়ের মারে ৮১ রান, আহসান ৪৫ ও মাহমুদ ফয়সাল ১৬ রান করেন।

যশোরে বল হাতে আশরাফুজ্জামান, ইয়াছিন আহমেদ, মাহমুদ তারেক ও তানভীর ১টি উইকেট নেন। জবাবে ৪৬ ওভার ৪ বলে ১০ উইকেটের বিনিময়ে ১৬৮ রান করে যশোর জেলা। মোহাম্মদ তারেক ২টি চার ৩১, আশাদুল্লাহ ২৯, আব্দুর বাশার ২৭, সানোয়ার হোসেন ২৪ রান করেন। ঝিনাইদহের রনোক ৩টি, মুশফিকুর ২টি, রাফি ২টি ও নজরুল ইসলাম ১টি উইকেট নেন।