ই-পাসপোর্ট হাতে পাওয়ার দিন গুনছে যশোরের পাসপোর্ট প্রত্যাশীরা

0
383

যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেবা দিয়ে গত চার মাসে সাড়ে কোটি টাকা রাজস্ব আদায়
এম আর রকি : আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট সেবা প্রদান করে এপ্রিল মাসে ১ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত আবেদন গ্রহন করা হয়েছে ৫ হাজার ১৯টি। সরবরাহ করা হয়েছে ৯শ’ ৫৩টি। এ নিয়ে গত চার মাসে এখানে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৬৬লাখ ২৩ হাজার ৫শ’ টাকা। পাসপোর্ট আবেদন গ্রহন করা হয়েছে ২২ হাজার ৯শ’ ১৯টি। পাসপোর্ট সরবরাহ করা হয়েছে ১০ হাজার ২শ’ ৪৯টি। এ তথ্য খোদ পাসপোর্ট কার্যালয় থেকে।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে থেকে প্রাপ্ত,এপ্রিল মাসের ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট প্রত্যাশীরা আবেদন করেন ৫ হাজার ১৯জন। এই বিশাল আবেদন থেকে সরকারের রাজস্ব আদায় করতে সক্ষম হয় ১ কোটি ৭১লাখ ৫৭ হাজার টাকা। তবে পাসপোর্ট সরবরাহ করা হয় মাত্র ৯শ’ ৫৩টি। ঢাকায় পাসপোর্ট সার্ভারে ব্যস্ততা থাকায় ইদানীং পাসপোর্ট সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করেন পাসপোর্ট কার্যালয়ে কর্মরত কর্মকর্তা। তাছাড়া, ই পাসপোর্ট আগামী দুই মাসের মধ্যে দেওয়ার প্রস্তুতি হিসেবে এ অবস্থা সৃষ্টি হয়েছে। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে আরো জানাগেছে, এপ্রিল মাসের চেয়ে মার্চ মাসে বেশী রাজস্ব আদায় হয়েছিল। মার্চে ৫ হাজার ৩শ’ ১১টি আবেদন থেকে ১ কোটি ৮৩লাখ ৯ হাজার টাকা রাজস্ব আদায় হলেও ওই মাসে ২ হাজার ৭শ’ ৪৩জনকে পাসপোর্ট সরবরাহ করা হয়। ফেব্রুয়ারী মাসে ৫ হাজার ৬শ’ ৬৮টি আবেদন থেকে ১ কোটি ৮৬লাখ ৪৬ হাজার ১শ’ টাকা রাজস্ব আদায় হয়েছিল। ওই মাসে পাসপোর্ট সরবরাহ করা হয়েছিল ২ হাজার ৬শ’ ৯৪টি। জানুয়ারী মাসে ৬ হাজার ৯শ’ ২১টি আবেদন থেকে সরকারের রাজস্ব আদায় হয় ২ কোটি ২৫লাখ ১১ হাজার ৪শ’ টাকা। এ মাসে পাসপোর্ট সরবরাহ করা হয় ৩ হাজার ৮শ’ ৫৯ টি। যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এখন আর আগের মতো দালালদের দৌরাত্ম্য দেখা যায়না। তার কারণ ইতিপূর্বে যশোর জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আশপাশের জেলা মাগুরা,ঝিনাইদহ,নড়াইল জেলার নাগরিকগন পাসপোর্ট করতে এই কার্যালয়ে আসতেন। এখন প্রতিটি জেলায় পাসপোর্ট কার্যালয় ভবন হওয়ায় এখন জনগনের চাপ অনেকটা হ্রাস পেয়েছে। যার ফলে শুধু মাত্র যশোর জেলার নাগরিকগন এই আঞ্চলি পাসপোর্ট কার্যালয়ের সেবা পাবেন। প্রতিদিন প্রায় ৫০টি থেকে শতাধিক আবেদন জমা পড়েন এখন। যা আগে প্রতিদিন নূন্যতম দুইশ’ থেকে ৪শ’ পর্যন্ত আবেদন জমা পড়তেন। খোঁজ নিয়ে জানাগেছে,বর্তমনে এই কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে সালাহ্ উদ্দিন দায়িত্ব পালন করায় জনগণ তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন। তার কারণ তিনি সেবা দেওয়ার জন্য সকাল থেকে অফিস সময়কালীন অফিসে অবস্থান করেন। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে জনবল সম্প্রতি রদবদল হওয়ায় কাজের গতি কিছুটা মন্থর গতি হলেও বর্তমানে পূর্বের ন্যায় ফিরে গেছে। পাসপোর্ট কার্যালয় সূত্রে আরো জানাগেছে, আগামী জুলাই মাসের মধ্যে ই পাসপোর্ট চালু করতে যাচ্ছে সরকার। ই পাসপোর্ট কার্যক্রম চালু হলে বর্তমানে যে পাসপোর্টগুলি রয়েছে সেগুলি আস্তে আস্তে বিলুপ্তি হবে পর্যায়ক্রমে। ই পাসপোর্ট আন্তজার্তিক অর্থাৎ বর্হিবিশে^র কাছে গ্রহনযোগ্য একটি পাসপোর্ট। যে পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট বহনকারীর সব কিছু সার্ভার থেকে তৎক্ষনিক দেখা যাবে। অত্যাধুনিক মানের পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট চালু করার সকল প্রস্তুতি প্রায় শেষের পথে বলে সূত্রগুলো জানিয়েছেন। এখন ই পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় জনগনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here