ঈদযাত্রায় গাড়িতে অযথা তল্লাশি না করার নির্দেশ

0
359

ঢাকা প্রতিনিধি: ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি তল্লাশি বা কাগজপত্র পরীক্ষা না করতে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আসন্ন ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক সমন্বয় সভায় তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে টার্মিনাল, শপিংমল, লঞ্চঘাট, রেলস্টেশনে জনগণের নিরাপত্তার জন্য পোশাক ও সাদা পোশাকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন টার্মিনালে টিকিট কালোবাজারি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়েছে আছাদুজ্জামান মিয়া বলেন, মহাসড়কে চাঁদাবাজি বা রাস্তায় দাঁড়িয়ে বাসে যাত্রী তুললে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার ঈদ জামাতের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপনে ঈদ জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here