উত্তর কোরিয়ার পরমাণু হুমকির মাঝে জলে নামল ফরাসি উভচর যুদ্ধজাহাজ

0
500

ম্যাগপাই নিউজ ডেক্স : প্রশান্ত মহাসাগরে নামল ফরাসি উভচর যুদ্ধজাহাজ। সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য জাপানে পৌঁছেছে জাহাজটি। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার টানাপোড়েনের মাঝেই ওই এলাকায় পৌঁছল যুদ্ধজাহাজটি।

শনিবার জাহাজটি জাপানের নৌঘাঁটি সাসেবো’তে পৌঁছয়। আগামী মাসে মহড়ায় নামবে এটি। গুয়ামের কাছে একটি দ্বীপে এই অবতরণের অনুশীলন চালানো হবে। রাজধানী টোকিও থেকে এই জায়গাটি প্রায় আড়াই হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। স্থল হামলার কাজে ব্যবহারের জন্য উভচর যুদ্ধজাহাজ মিস্ত্রালের খোলে সাঁজোয়া গাড়ি বহন করা হয়। এছাড়া, হেলিকপ্টার এবং খাড়াখাড়ি ভাবে উড়তে এবং নামতে সক্ষম বিমান ভিটিওএল’ও বহন করে এ জাহাজ। অবশ্য ফরাসি এ যুদ্ধজাহাজে দুইটি ব্রিটিশ হেলিকপ্টার রয়েছে।

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার পরই এ মহড়া শুরু হতে চলছে। অবশ্য জাপানি কর্মকর্তারা দাবি করেছেন, মহড়ার পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল। দক্ষিণ চিন সাগরের উপকূলের বাইরে বেইজিং’এর প্রভাব বিস্তার নিয়ে আমেরিকা এবং জাপান গভীর উদ্বিগ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here