‘এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ’শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত

0
297

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ‘এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আয়ুব আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম। বক্তারা, মরণব্যাধী এইডস নির্মূলে সর্বস্তরের জনগণকে সচেতন করার আহ্বান জানান।