একুশের বই মেলায় কবি সন্তোষ কুমার দত্ত আজীবন সম্মাননা লাভ

0
626

উত্তম চক্তবর্তী : আন্তর্জাতিক সাহিত্য স্বর্ণপদক প্রাপ্ত, দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি ও মধুসূদন গবেষক, বঙ্গমনি, কবিরত্ন ও সাহিত্য রত্ন উপাধি প্রাপ্ত কবি সন্তোষ কুমার দত্ত খুলনা বিভাগীয় সরকারী গনগ্রন্হাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত ২০১৮ সালের একুশের বই মেলায় দূর্লভ আজীবন সম্মাননা লাভ করেছেন৷ গত ১৬ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এস এম রইজ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই মেলার মঞ্চে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার কবি মোঃ আবদুস সামাদ, বঙ্গবন্ধু সম্মাননা প্রাপ্ত চলচিত্র পরিচালক কবি ও ঔপন্যাসিক খান আখতার হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, আন্তর্জাতিক সমন্বয়ক কবি সোবহান আমিন, সাহিত্যিক, গবেষক সরদার রুহুল আমিন, ভারতের রাষ্ট্রপতি সম্মানিত ভারতীয় ঔপন্যাসিক ও কবি ড. সুকেশ কুমার মন্ডল, ভারতীয় প্রখ্যাত বৈজ্ঞানিক ড. কাঞ্চন কুমার ভৌমিক প্রমূখ৷
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু প্রখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পী, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ কবি সন্তোষ কুমার দত্ত যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জের সন্নিকটে হানুয়ার গ্রাম নিবাসী যোগেন্দ্র নাথ দত্ত ও অরুনা বালা দত্তের কনিষ্ঠ পুত্র ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের একজন শিকক্ষ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here