এন্ড্রোমেড কিক্রেট কোচিং সেন্টারের যাত্রা শুরু

0
464

ইমামুল কবির : যশোরের ক্রিকেটর পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নতুন দিগন্তের সূচনা করার লক্ষে একঝাক ক্রিকেটার ও ক্রীড়ামোদিদের উদ্যোগ্যে যাত্রা শুরু করলো এন্ড্রোমেড ক্রিকেট কোচিং সেন্টার। রামনগর অগ্রনী যুব সংঘ পরিচালিত এন্ড্রোমিডা লিঃ পিষ্টপোশকতায় যশোর সদরের রামনগর নামেজ সরজার স্কুল মাঠে বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ কোচিং সেন্টারের উদ্বোধন করেন। পরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে কংক্রিট পিচেরও উদ্বোধন করেন। এ সময় এ কর্মযোগ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু, বিসিবির ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার জামাল উদ্দিন বাবু, বিসিবির কিউরেটর বাবু ভাই, বিসিবির স্কোরার কাজী ফরিদ আহমেদ, সাবেক জাতীয় দলের ক্রিকেটার তুষার ইমরান, যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকছাদ সিদ্দিকী শৈবাল, আম্পিয়ার রাশেদ পারভেজ ফুল, এন্ড্রোমিডা লিঃ এর চেয়ারম্যান ভুইয়া আহাদুজ্জামান সোহান , পরিচালক আবু বক্কর সিদ্দিকী ও জাহিদসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রনী যুব সংঘের সভাপতি শেখ ইমামুল কবির ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here