এবারও ঈদগাহ মাঠে ঈদের জামাত হচ্ছে না

0
280

নিজস্ব প্রতিবেদক : এবারও ঈদগাহ মাঠে ঈদের জামাত হচ্ছে নাযশোর কেন্দ্রীয় ঈদগাহে এবারও অনুষ্ঠিত হচ্ছে না পবিত্র ঈদ উল ফিতরের জামাত। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া উন্মুক্তভাবেও খোলা স্থানে ঈদের জামাত হবে না। ব্যক্তি উদ্যোগে অনেকটা পারিবারিকভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের সিদ্বান্ত রয়েছে।
প্রতি বছরই ঈদের প্রধান জামাত যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। প্রতিবারই যার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ। গত বছরও করোনা পরিস্থির জন্য এই মাঠে ঈদের জামাত হয়নি। যা নিয়ে অনেকের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, কারণ ঈদের জামাত শেষে সবার সাথে কুশল বিনিময় করা আর শুভেচ্ছা বিনিময় হচ্ছে না দীর্ঘদিন ধরেই।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত গত বছরের মতোই থাকবে। আরও কঠিন হয়তো হবে না।