এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

0
444

ম্যাগপাই নিউজ ডেস্ক : এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এর জেরে আগামী ৩ নম্ভেবর অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারতের আবহাওয়া অফিস বলছে, আগামী ৩ নভেম্বর মায়ানমার উপকূল আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বুলবুল।

জানা গেছে, এই মুহূর্তে ফিলিপিনস উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আগামী ৩ নভেম্বর থাইল্যান্ডের উপকূলবর্তি সমুদ্র হয়ে সেটি মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আগামী ৬ থেকে ৭ নভেম্বরের মধ্যে সেটি আন্দামান সাগর হয়ে ভারতের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছতে পারে।

তবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে না বলে মনে করা হচ্ছে। তবে, দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।