এবার ‘ফেনবোট’-ই দেবে নদীর বর্জ্যপদার্থের সন্ধান

0
402

প্রযুক্তি ডেস্ক: নদীর বর্জ্যপদার্থের পরিমাণ মেপে দেখবে এবার রোবট৷ কেরালার কয়েকজন ইঞ্জিনিয়ারিং ছাত্ররা অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই নয়া রোবটটি তৈরি করতে চলেছে৷ নদীর বর্জ্য পদার্থের পরিমাণ ঠিক কতটা সেটি আলাদা করে ল্যাবে আর পরখ করে দেখার প্রয়োজন নেই৷ এই রোবটের থেকেই জানা যাবে সমস্ত তথ্য৷ এই বিশেষ রোবট-নৌকাটির নাম ফেনবোট৷

এই বিশেষ ফেনবোটটি কোচিন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি, ভালানচেরি এবং এমইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং কুট্টিপুরাম কলেজের ছাত্ররা এই রোবট নৌকাটি তৈরি করে৷ এই বিশেষ রোবটটি মিনিটে প্রায় ৬০টি জলের নমুনা সংগ্রহ করতে সক্ষম৷ এই বোটটি বানাতে খরচ হয়েছে প্রায় ২লক্ষ টাকা৷ এই বিশেষ ফেনবোটটির মধ্যে রয়েছে জিপিএস ডিভাইস৷ যা সহজেই যেকোনও লোকেশন ট্র্যাক করতে সক্ষম৷ এছাড়াও রয়েছে ক্যামেরা৷ যেটি নিজে থেকেই ক্যামেরায় ফটো ক্যাপচার করতে সক্ষম৷

এই বিশেষ বোটটি সম্পূর্ণ রূপেই ব্যাটারি চালিত৷ আর এই বোটটি থেকে জানা যাবে জলের তাপমাত্রা, পিএইচ লেভেল, বায়োলজিক্যাল অক্সিজেন, ক্লোরিন এবং বায়োলজিক্যাল অক্সিজেনের পরিমাণও৷ কোচিন কলেজের মেকানিক্যাল বিভাগের এইচওডি মহম্মদ শামনাজ সহ আরও অনেক বিশেষজ্ঞরা এই প্রজেক্টটি বাস্তবায়িত করতে সাহায্য করেছেন৷
সুত্র: কলকাতা টুয়েন্টিফোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here