এবার ব্যাটারি ছাড়াই চলবে মোবাইল ফোন

0
427

প্রযুক্তি ডেস্ক: ব্যাটারি ছাড়াই চলবে মোবাইল ফোন। ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী ব্যাটারিবিহীন এই ফোন উদ্ভাবন করেছেন। এই ফোন জ্বালানির সাশ্রয় করে অ্যামবিয়েন্ট রেডিও সিগন্যাল কিংবা লাইটের মাধ্যমে কাজ করবে। বিজ্ঞানীরা এই ফোনটির মাধ্যমে স্কাইপেতে কল করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে ফোনটির প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এই ফোনের অব দা শেল কমপোনেন্ট মানুষের কথা আদান-প্রদান করতে পারে। একই সঙ্গে এটি বেইজ স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে পারে।

এই ফোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক দল বিজ্ঞানী। এই দলের নেতৃত্ব দিচ্ছেন শায়াম গোলাকোটা। তিনি বলেন, ‘আমরা বিশ্বের প্রথম ব্যাটারিবিহীন ফোন উদ্ভাবন করতে সক্ষম হয়েছি।’

তবে ফোনটি এখনই বাজারে আসছে না। এজন্য আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here