এবার রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

0
413
এবার রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ফাইল ছবি ।

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধেও কর ফাঁকি অভিযোগ পাওয়া গেল। ২০১১-২০১৩ সালের সময়কালে ছবির সত্ত্ব থেকে পাওয়া অর্থের কোন অংশ নাকি কর বাবদ স্প্যানিশ ট্যাক্স অথারিটিকে জমা দেননি রিয়াল মাদ্রিদের এই মহা তারকা।

স্প্যানিশ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ৯ মিলিয়ন ডলার অর্থ কর ফাঁকি দিয়েছেন পর্তুগালের ইউরো কাপজয়ী অধিনায়ক। অভিযোগ প্রমাণিত হলে বকেয়া অর্থের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা গুনতে হবে সিআর সেভেনকে।

৪ মিলিয়ন ডলার অর্থের কর ফাঁকি মামলায় ২১ মাসের জেলের সাজা পেয়েছেন বার্সেলোনার মহাতারকা মেসি। তবে স্পেনের নিময়ের ফাঁকে জেলে না গিয়ে শুধুমাত্র জরিমানা পেতে চলেছেন আর্জেনটাইন এই অধিনায়ক। তবে রোনালদোর ক্ষেত্রে এই কর ফাঁকি ‘ক্রিমিনাল ওফেন্স’ হিসাবে বিবেচিত হলে চার মাসের জন্য জেলে যেতে হতে পারে পর্তুগিজ তারকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here