এসপির বিরুদ্ধে সহকর্মীর ধর্ষণের অভিযোগ, এফআইআর নেওয়ার নির্দেশ

0
211

অনলাইন ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে নারী সহকর্মীর ধর্ষণের অভিযোগে করা মামলার আবেদন এফআইআর (মামলা) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ দেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে, নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছিলেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান।
মামলার আবেদনে ওই নারী পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন, ‘দুই বছর আগে তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। তখন সুদানে কর্মরত ছিলেন এসপি মোক্তার। ২০১৯ সালের ২০ ডিসেম্বর এসপি মোক্তার হোসেন তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে সুদান ও বাংলাদেশে তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন তিনি।’