এসপি সুভাষ ও তার স্ত্রীর নামে যশোরের তিন শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার পাহাড়

0
482

২০০ বিঘা সম্পত্তির মালিক এসপি সুভাষ

নিজস্ব প্রতিবেদক : জনগণের ধন-সম্পদ, জান-মালের পরোক্ষ রক্ষক তিনি। স্বচ্ছতার শিক্ষা দেন আমজনতাকে। কিন্তু হুট করেই তার গুপ্তধন খুঁজে পেলো ‘বেরসিক’ দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেলো, ওয়ান ব্যাংকের ঢাকা ও যশোরের তিন শাখায় ১৯টি ফিক্সড ডিপোজিট (এফডিআর) আছে তার ও তার সহধর্মিনীর নামে। সব মিলিয়ে ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার পাহাড়। আয়কর দাখিল ও রিটার্নেই বড় ফাঁকি। ধরা খেলেন তাতেই।

তার নাম সুভাষ চন্দ্র সাহা। বাড়ি মাগুরায়। ফরিদপুরে ছিলেন পুলিশ সুপারের দায়িত্বে। সেখান থেকে প্রত্যাহার করে এখন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে তাকে। বলা হয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিজের দায়িত্বে বহাল থাকবেন তিনি।
কিন্তু আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়ার আগে কেমন সম্পদের অধিকারী ছিলেন সুভাষ সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরী? তার আয় ও সম্পদে কেমন অসঙ্গতি পেয়ে মামলা ঠুকলো দুদক? কি আছে সেই মামলার এজাহারে? পাঠকদের জন্য তার নামে ঠুকে দেওয়া মামলার এজাহার হুবহু তুলে ধরা হলো এখানে-FIR_of_SP__Shovash20171027074257

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here