এ বছরও ভবদহ অঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার আশংকা

0
354

কামরুজ্জামান : ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির অভয়নগর, মণিরামপুর ও যশোর সদর উপজেলার সমন্বয়ে এক জরুরি সভা শুক্রবার দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সহকারী উপদেষ্টা জাকির হোসেন, প্রধান সমন্বয়কারী বৈকুন্ঠ বিহারী রায়, যুগ্ম সমন্বয়কারী গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, আঞ্চলিক নেতা নাজিম উদ্দিন, সঞ্জিব বিশ্বাস, নীলকমল মন্ডল, মিরন তরফদার, জহির সরদার, কার্তিক বাওয়ালী, মাসুদ পারভেজ, মহিদুল ইসলাম, হরেকৃষ্ণ সরকার, আশুতোষ বৈরাগী, কানু বিশ্বাস, অমিতাভ মল্লিক, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, ইউপি সদস্য সুধান্য বিশ্বাস, রাজু আহমেদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন, এ বছর ভারী বর্ষণ হলে ভবদহ অঞ্চলে আবারো ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে। গত বছর এলাকা জলাবদ্ধ হয়ে গেলে সরকারে গৃহীত পদক্ষেপ এখনো বাস্তবায়ন না হওয়ায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ দ্রুত টিআরএম বাস্তবায়ন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার আহবান করেন। স্কেভেটর দিয়ে নদী খনন কাজে সচ্ছতা আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় আগামী ২১ জুলাই ভবদহ থেকে শিবসা পর্যন্ত নদীর নাব্যতা পরিদর্শন, ২৪ জুলাই যশোরের জেলা প্রশাসককে স্মারকলিপি, আগামী এক মাসের মধ্যে কমিটি পুর্নগঠন, এলাকার পাড়ায় ও হাটে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here