এ বছর ১৭টি পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি পেলেও পরীক্ষা কমেছে ২১ হাজার ৮শ’ ৭৯জন

0
298

৩ ফেব্রুয়ারী সোমবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হচ্ছে,পরীক্ষার্থী ১,৬১,৬৯৫জন

এম আর রকি : ৩ ফেব্রুয়ারী সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি ) শুরু হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ১৭টি বৃদ্ধি পেলেও পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২১ হাজার ৮শ’ ৭৯জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী কমেছে ১১ হাজার ২৪জন ও মেয়ে শিক্ষার্থী কমেছে ১০ হাজার ৮শ’ ৫৫ জন। পরীক্ষা গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন প্রফেসর মাধব চন্দ্র রুদ্র নিশ্চিত করেছেন। সুষ্ঠু অবাধ ও নকল পরীক্ষা গ্রহনের জন্য ইতিপূর্বে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্র সচিবদের পরীক্ষা চলাকালে দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রন প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। এ বছর এসএসসি পরীক্ষায় নকল মুক্ত করতে খুলনা বিভাগের ১০ জেলায় একটি করে ১০টি ভিজিলেন্স টিম ও বোর্ড থেকে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে ১লাখ ৬১ হাজার ৬শ’ ৯৫জন পরীক্ষার্থী নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন মাধব চন্দ্র রুদ্র। গত বছর পরীক্ষার্থী ছিল ১লাখ ৮৩ হাজার ৫শ’ ৭৪জন। গত বছরের তুলনায় এ বছর ১৭ টি কেন্দ্র বৃদ্ধি করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় ২ হাজার ৫শ’ ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ৮০ হাজার ৬ শ’ ৭০ জন ছেলে ও ৮১ হাজার ২৫জন মেয়ে শিক্ষার্থী ২শ’ ৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের আশপাশে জন সাধারণ কোন ভাবে অবস্থান করতে পারবেন না। এ বছর খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলা থেকে ২৪ হাজার ৪শ’ ৬০ জন,বাগেরহাট জেলা থেকে ১৩ হাজার ৮শ’ ৮৭জন,সাতক্ষীরা জেলায় ১৮ হাজার ১শ’ ৯জন,কুষ্টিয়া জেলায় ২২ হাজার ১শ’ ১০জন,চুয়াডাঙ্গা জেলায় ১০ হাজার ৪ শ’ ৫০জন,মেহেরপুর জেলায় ৭ হাজার ৮শ’ ৭১জন, যশোর জেলায় ২৭হাজার ৮শ’ ৪৪জন,নড়াইল জেলায় ৮হাজার ৮শ’ ৬৮জন,ঝিনাইদহ জেলায় ১৮ হাজার ১শ’ ৪৯জন ও মাগুরা জেলায় ৯ হাজার ৯শ’ ৪৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বোর্ডের সংশোধিক সময় সূচী অনুযায়ী জানাগেছে, ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোড নং ১০১ বাংলা (আবশ্যিক ) ১ম পত্র,কোড নং ১০৩ সহজ বাংলা- ১ম পত্র দিয়ে শুরু হচ্ছে। ৪ ফেব্রয়ারী মঙ্গলবার কোড নং ১০২ বাংলা (আবশ্যিক )- ২য় পত্র, কোড নং ১০৪ সহজ বাংলা -২য় পত্র। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী কোড নং ১০৭ ইংরেজি (আবশ্যিক ) -১য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই দিন ছুটির পর ৯ ফেব্রুয়ারী রবিবার কোড নং ১০৮ ইংরেজি (আবশ্যিক)- ২য় পত্র, একদিন পর ১১ ফেব্রুয়ারী কোড নং ১০৯ গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া, ১২ ফেব্রুয়ারী বুধবার কোড নং ১৫৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বৃহস্পতিবা ১৩ ফেব্রুয়ারী সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোড নং ১৫১ গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়),কোড নং ১৩৪ কৃষি শিক্ষা (তত্ত্বীয়),কোড নং ১৪৯ সঙ্গীত (তত্ত্বীয়), কোড নং ১২১ আরবি,কোড নং ১২৩ সংস্কৃত,কোড নং ১২৪ পালি, কোড নং ১৩৩ শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), কোড নং ১৪৮ চারু ও কারুকলা (তত্ত্বীয়),একই দিন বিকেল ২ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত কোড নং ১৪৭ শারীরিক শিক্ষা,স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধূলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত কোড নং ১১১ ইসলাম ও নৈতিক শিক্ষা, কোড নং ১১২ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা,কোড নং ১১৩ বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ও কোড নং ১১৪ খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, ১৭ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত কোড নং ১৩৬ পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়),কোড নং ১৫৩ বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা, কোড নং ১৫২ ফিন্যান্স ও বাংকিং,১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত কোড নং ১১০ ভূগোল ও বিকেল ২ টা হতে ৫ টা পর্যন্ত কোড নং ১৫৬ ক্যারিয়ার শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য),২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে কোড নং ১৩৭ রসায়ন (তত্ত্বীয়) কোড নং ১৪০ পৌরনীতি ও নাগরিকতা,কোড নং ১৪৩ ব্যবসার উদ্যোগ। ২২ ফেব্রুয়ারী শনিবার কোড নং ১৪৬ হিবাব বিজ্ঞান,২৩ ফেব্রুয়ারী রোববার কোড নং ১২৭ বিজ্ঞান ও কোড নং ১২৬ উচ্চতর গণিত (তত্ত্বীয়),২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোড নং ১৩৮ জীব বিজ্ঞান (তত্ত্বীয়) ও কোড নং ১৪১ অর্থনীতি,২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কোড নং ১৫০ বাংলাদেশ ও বিশ^ পরিচয়। এছাড়া, ২৯ ফেব্রুয়ারী শনিবার হতে ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত কোড নং ১৪৯ সঙ্গীতসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সকাল ১০ টা হতে পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (যে কেন্দ্র/ ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে)।