ঐহিত্যবাহী যশোর জিলা স্কুলের ১৮০বছর পূর্তি উৎসবের উদ্বোধন

0
656

বিশেষ প্রতিনিধি : শুক্রবার বিকেলে নবীন প্রবীণ এক প্রাণ, এ শ্লোগানে ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী দু’দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় স্কুল মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এজেডএম জাকারিয়া, উদযাপন পরিষদের আহবায়ক এজেডএম সালেক প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সহ¯্রাধিক প্রাক্তন ছাত্রের মধ্যে ১৯৪১ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীও রয়েছেন।
যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক এজেডএম সালেক জানান, ব্রিটিশ-ভারতের প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল প্রতিষ্ঠার ১৮০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রাক্তন ছাত্র সমিতি দু’দিনব্যাপি পুনর্মিলনী উৎসবের আয়োজন করেছে।
উদযাপন কর্মসূচির মধ্যে থাকছে র‌্যালি, আলোচনা, স্মৃতিচারণ, শিক্ষক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রান্ড কনর্সাট, ডিজে, ফায়ার ওয়ার্কাস, লেজার লাইট শো, আলোকসজ্জা, ওয়াটার ড্যান্স, ওয়াইফাই জোন, রক্তদানসহ ব্যতিক্রমধর্মী নানা আয়োজন।
এজেডএম সালেক আরও জানান, নবীন প্রবীণ এক প্রাণ, এ শ্লোগানে উজ্জীবিত হয়ে প্রথম ২০০৫ সালে প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর আয়োজন করা হয়। এরপর ২০১০ ও ২০১৪ সালে স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে। এবার ১৮০ বছর পূর্তির এই উৎসবে দেশ-বিদেশের প্রায় দুই হাজার প্রাক্তন ছাত্র ছাড়াও তাদের পরিবার অংশ নিচ্ছে। আজ শনিবার র‌্যালি ও জমকালো সংগীত আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here