ওজোপাডিকোর লাইন পল্লী বিদ্যুতে স্তান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
499

বিশেষ প্রতিনিধি : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাভুক্ত বিদ্যুৎ সরবরাহ লাইন পল্লী বিদ্যুৎ সমিতিতে হস্তান্তর সিদ্ধান্তের প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে। পল্লী বিদ্যুৎ আগ্রাসন প্রতিরোধ কমিটির উদ্যোগে রোববার প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করা হয়। তিন দশকেরও বেশি সময় ধরে সমিতি কাজ করলেও গ্রামাঞ্চলের অর্ধেক এখনো বিদ্যুৎ সুবিধাবঞ্চিত। অথচ সরকার সেই পল্লী বিদ্যুৎকে শহরে বিদ্যুৎসেবা প্রদানকারী সংস্থার বিতরণ লাইন হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যা অযৌক্তিক, গণবিরোধী, সেবা গ্রহিতাদের সাথে প্রতারণার শামিল। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত সেবা গ্রহিতারা মেনে নিতে প্রস্তুত নয়। যে কারণে এ নিয়ে উচ্চ আদালতে রিটও করা হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি তার তোয়াক্কা না করে লাইন দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক অনিয়মসহ লোডশেডিং নিত্যদিনের সমস্যা। এই লাইনের আওতায় এলে তাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হবে। যার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত নন। লিখিত বক্তব্যে বলা হয়, আমরা পিডিবির মাধ্যমে ১৯৬৩ সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেয়ে আসছি। কিন্তু সম্প্রতি এই লাইন পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে যশোর শহরতলীর শেখহাটি, তরফ নওয়াপাড়া, বিরামপুর, মমিননগর, পাগলাদহ, কিসমত নওয়াপাড়াসহ বেশ কিছু এলাকার লাইন পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, দাবি আদায়ে মামলা পরিচালনার পাশাপাশি নিয়মতান্ত্রিক আন্দোলন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। একইসঙ্গে সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখহাটি, বিরামপুর, পাগলাদহ, নওদাগ্রাম, তরফনওয়াপাড়া, কিসমতনওয়াপাড়া এলাকার প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here