ওসি ইকবাল মাহমুদ যোগদানের পরে দালাল মুক্ত হলো বেনাপোল চেকপোষ্ট

0
497

আশানুর রহমান আশা ,বেনাপোল  : আন্তর্জাতিক বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশানে ওসি ইকবাল মাহমুদ যোগদান করার পর থেকে ভারত/বাংলাদেশ গামী পাসপোর্ট যাত্রীরা দালালমুক্ত পরিবেশে সারীবদ্ধভাবে শৃংখলার সাথে নির্বিঘেœ যাতায়াত করছে।দাগি আসামি কিংবা কোন অপরাধিরা যাতে কোন রকম পালিয়ে যেতে না পারে তার জন্য রয়েছে ক্লোজসার্কিট ক্যামেরা এবং প্রতি যাত্রীর পাসপোর্ট কম্পিউটার দ্বারা পরীক্ষানিরিক্ষা পুর্বক তার বায়োডাটা সংরক্ষন করা হচ্ছে। এস আই সাইফুল ইসলাম,এস আই ফজলুর রহমান ,এস আই হোসেন আলী, এস আই খাইরুল ,আনিছুর রহমান ছাড়্ওা এ এস আই গন ্ওসি কে দালাল মুক্ত ব্যাপারে সার্বিক সহযোগিতা করে চলেছেন। আগের তুলনায় এ সীমান্তপথে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারনে সরকারী রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন ২৫ শ থেকে ৩ হাজার যাত্রী এ পথ দিয়ে ভারতে যায়। হিসাব মতে সরকারী রাজস্ব আয় হয় প্রতিদিন ১২লক্ষ টাকা থেকে ১৫লক্ষ টাকা। এ ছাড়া বিশেষ বিশেষ দিনে বা সরকারী ছুটির দিনে রাজস্ব আয় আরও বৃদ্ধি পায়। ইমিগ্রেশান ও কাষ্টমস ভবনে পুর্বে যে ভাবে বহিরাগত দালাল কিংবা ছিনতাইকারীদের আনাগোনা ছিল তা ওসি ইকবাল মহমুদ  যোগদান করার পর থেকে তিনি কঠোর হস্তে দমন করেন। পুলিশ সিপাহীদের রাখা হয়েছে ভবনের চারপাশে কঠোর অবস্থায় যাতে পাসপোর্ট যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে। গত ২০ মার্চ  ঢাকার নিরন্জন পাল, ববিতারানী,শরিয়তপুরের সুবল বিশ্বাস, হযরতআলী , বরিশালের কার্তিক ঘোষ, শিউলি ঘোষ, খুলনার অলোক রায়,বিষু পরামানিক সহ অনেকে পাসপোর্টে ভারতে যাবার সময় তারা নিয়ম শৃংখলার সাথে গিয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here