ওয়েলসের বিপক্ষে দুর্দান্ত জয় ইরানের

0
98

অনলাইন ডেস্কর্ : কাতার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্টে টিকে থাকলো ইরান।

নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোল শূন্য সমতা ধরে রাখলেও যোগ করা সময়ে লাল কার্ডের ধকলটা সামলাতে পারেনি গ্যারেথ বেলসের ওয়েলস। ৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেছিলেন ওয়েলসের গোলকিপার হেনেসি। আক্রমণে ছুটে আসা তারেমিকে থামাতে গিয়ে পা তুলে দেন ইরান ফরোয়ার্ডের গায়। প্রথমে হলুদ কার্ড দেখালেও রিপ্লেতে লাল কার্ড দেখান রেফারি।

১০ জনকে নিয়ে ধুঁকতে থাকা ওয়েলসকে তিন মিনিটের ব্যবধানেই ইরানের কাছে ২ গোল হজম করতে হয়েছে।
যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রৌজবে চিশমি আর ১১তম মিনিটে গোলটি আসে রামিম রেজাইয়ানের পা থেকে।

এ জয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইরান। বিপরীতে যুক্তরাষ্ট্রের সাথে ড্র করা ওয়েলসের বিদায় এখন কেবল আনুষ্ঠানিকতা।

আহমেদ আলি বিন স্টেডিয়ামের ম্যাচটি দুই দলের জন্যই ছিল বাঁচা মরার লড়াই।