কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

0
199

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আইএমও পরিচালিত একটি স্বাস্থ্য সেন্টার ও ২০টি বসতবাড়ি পুড়ে গেছে।

আজ রবিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি।
এ অগ্নিকাণ্ডে বাড়িঘর ও স্বাস্থ্য সেন্টার পুড়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়।