কপিলমুনিতে রায় সাহেব’র জন্মজয়ন্তী উদ্যাপন

0
376

কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও আধুনিক কপিলমুনির রূপকার রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ১২৯ তম জন্মজয়ন্তী নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

জন্মজয়ন্তী উপলক্ষে স্কুল এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার সকালে বিনোদ বিহারী সাধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে এবং কার্ত্তিক চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, এড. বিপ্লব কান্তি মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর আহমেদ, পরিচালনা পরিষদের সদস্য এম বুলবুল আহমেদ, সাধন চন্দ্র ভদ্র, চম্পক পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক স্বপন কুমার দাশ, পরিচালনা পরিষদের সদস্য যুগোল কিশোর দে, তুষার কান্তি সাধু সহ অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অন্যদিকে প্রতি বছরের ন্যায় এবারও কপিলমুনি গুণীজন স্মৃতি সংসদ বিশেষ স্মরণ সংখ্যা গুনীজন বার্তা প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here