কপোতাক্ষ নদে ডুবে তিন সন্তানের জননীর মৃত্যু

0
136

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে কপোতাক্ষ নদে ডুবে এক তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে স্বজনরা নিহত নারীর মৃতদেহ নদের পানিতে ভাসতে দেখেন। এর আগে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নদে হাঁস খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিহতের নাম মলি খাতুন। তিনি উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের আখিরুল ইসলামের স্ত্রী।

মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের মেম্বর আজব আলী জানান, মলি খাতুনের ৩-৪টি হাঁস কয়দিন ধরে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নদের ওপারে হাঁস দেখতে পেয়ে পানি সাঁতরে হাঁস আনতে যান মলি খাতুন। পরে আর বাড়ি না ফেরায় রাতভর নদে তার সন্ধান চলে। রাতে খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্প থেকে পুলিশ আসে। কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে বাড়ির অদূরে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন, ধারণা করা হচ্ছে, সাঁতরে যাওয়ার সময় শেওলায় আটকে ডুবে মলি খাতুনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।