কবি ড. শাহনাজ পারভীনের জন্মবার্ষিকী পালিত

0
435

বিশেষ প্রতিনিধি : কবি ড. শাহনাজ পারভীনের ৫০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে যশোর কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম -উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধুনীর সভাপতি হারুন অর রশিদ, কবি কাসেদুজ্জামান সেলিম, অগ্নিবীণার সভাপতি নাঈম নাজমুল, শেকড়ের সম্পাদক রওশন আরা রাসু প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক গোলাম মোস্তফা মুন্না। সদস্য সচিব দেওয়ান মোর্শেদ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কবি শাহনাজ পারভীনের গানের গ্রন্থ সূর্য ও পৃথিবীর গান মোড়ক উন্মোচন করা হয়। অনুভুতি ব্যক্ত করেন নৈঃশব্দের কবি ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কবির জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। পরে শাহনাজ পারভীনের লেখা গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here