করোনামুক্ত মাহমুদউল্লাহ, হলেন খুলনার অধিনায়ক

0
240

অনলাইন ডেস্ক : করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‌‘আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, গতকাল আমার করোনার ফর নেগেটিভ এসেছে। এখন আল্লাহ চাহেতু যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসার চেষ্টা করব। আপনাদের সবার প্রার্থনা, ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

তার এই স্ট্যাটাসের এক ঘণ্টার ব্যবধানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির কাপের দল খুলনা তাদের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নাম ঘোষণা করে। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি কাপ।
এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গত ১০ নভেম্বর তামিম ইকবালের সঙ্গে পাকিস্তানের লাহোর যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। পাকিস্তান সফরের আগে করোনা টেস্ট করান তামিম ও মাহমুদউল্লাহ।

এতে তামিমের ফল নেগেটিভ আসে। কিন্তু পজিটিভ আসে মাহমুদউল্লাহর। মূলত করোনার কারণেই পিএসএলে খেলার সুযোগ পেয়েও লাহোর যেতে পারেননি তিনি।