করোনার টিকাকে ৯০ ভাগ কার্যকর দাবি মার্কিন কোম্পানির

0
257

অনলাইন ডেস্ক : মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান Pfizer সোমবার জানিয়েছে, করোনাভাইরাসের টিকার ট্রায়াল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে তারা প্রমাণ পেয়েছেন তাদের টিকা ৯০ ভাগের বেশি কার্যকরী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

Pfizer যুক্তরাষ্ট্রের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল করপোরেশন। এর সদর দফতর নিউ ইয়র্ক সিটিতে। জরুরি ক্ষেত্রে এটির ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে খাদ্য ও মাদক প্রশাসন থেকে অনুমতি চাইবে Pfizer।

Pfizer আজ বিকেলে তাদের ওয়েবসাইটে টিকার বিষয়ে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি।
জার্মান অংশীদার BioNTech এর সঙ্গে টিকার তৃতীয়ধাপের ট্রায়াল চালিয়েছে Pfizer। গত জুলাই থেকে ট্রায়ালে ৪৩ হাজার ৫৩৮ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। এর মধ্যে রবিবার পর্যন্ত ৩৮ হাজার ৯৫৫ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।