করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সন্তানের জন্য খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল

0
285

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : যশোরের মণিরামপুর উপজেলার ৭ নং খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে সোমবার (১৯ অক্টোবর) বিকালে খেদাপাড়া হাইস্কুল মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবারের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলজিআরডি প্রতিমন্ত্রীসহ তার সহধর্মিনী ও পুত্র সূপ্রিয় ভট্টাচার্য্য শুভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রতিমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের সূস্থ্যতা কামনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারক দেবনাথ এর পরিচালনায় এ দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভোলা, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোমিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম জিন্নাহ্, ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অশোক কুমার মল্লিক, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, উপজেলা কৃষকলীগ নেতা মামুনুর রশিদ জুয়েল, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাধন নন্দী, হাফিজুর রহমান, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, খেদাপাড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি সরদার ইকবল হোসেন, দাদাভাই এন্টারপ্রাইজের প্রোঃ সুব্রত চক্রবর্তী, দেবব্রত চক্রবর্তী, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ গাজী, খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাদিউজ্জামান ফায়সাল সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে প্রতিমন্ত্রীসহ তার পরিবারের সূস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম তারেক মির্জ্জা।