করোনা উপসর্গ নিয়ে খুলনায় একদিনে সাতজনের মৃত্যু

0
430

খুলনা অফিস : খুলনায় একদিনে সর্বাধিক সাতজন রোগীর মৃত্যু হলো করোনা উপসর্গ নিয়ে ।
খুমেকের ফ্লু কর্নারের ফোকালপারসন (আরএমও) ডা. মিজানুর রহমান জানান,
শুক্রবার সকালে জরিনা বেগম (৬০) নামে এক নারী মারা যান; যিনি করোনা উপসর্গ নিয়ে আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জরিনা নগরীর খালিশপুর এলাকার আব্দুল গনি সরদারের স্ত্রী।
এদিন সকাল দশটা দশ মিনিটে করোনা উপসর্গ নিয়ে মারা যান মো. আলী (৬০) নামে আরেক রোগী। তিনি খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল দশটা ৪০ মিনিটে মারা যান রুমা বেগম (৩৫) নামে এক নারী। তিনি যশোরের অভয়নগরের জনৈক বাবুল ফরাজীর স্ত্রী।
এদিন মারা যান নগরীর সোনাডাঙ্গা থানার মোহাম্মদনগরের মফিজ উদ্দিনের ছেলে নাসিম আহাম্মেদ ( ৬০)। করোনা উপসর্গ ছাড়াও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
করোনা উপসর্গ নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত নিতাইয়ের ছেলে কার্তিক (৪০) এদিন সন্ধ্যা সোয়া ছয়টায় মারা যান। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
মৃত আরেকজন হলেন জামশেদ আলম (৬০)। তিনি খুলনা নগরীর পাঁচ নম্বর ঘাট এলাকার মো. আহমেদের ছেলে।
করোনা উপসর্গ নিয়ে নগরীর টুটপাড়া এলাকার ফিরোজ আহমেদ (৫৯) মারা যান রাত সাড়ে আটটার দিকে।
মৃত এসব ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। একদিনে সন্দেহভাজন করোনা রোগীদের সাতজনের মৃত্যু অন্যদের বিচলিত করে তুলেছে।