করোনা ভাইরাসের টিকা নাগরিকদের বিনামূল্যে দেয়ার পরিকল্পনা বাংলাদেশ সরকারের

0
227

বাংলাদেশ সরকার বিশ্ব বাজারে করোনা ভাইরাসের টিকা আসার পর যত দ্রুত সম্ভব তা কিনে সকল নাগরিককে বিনামূল্যে দেয়ার পরিকল্পনা করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

খবরে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া পরিকল্পনা অনুযায়ী বাজারে আসার পর পরই ভ্যাকসিন কিনে ফেলবে সরকার এবং তা অন্যান্য টিকাদান কর্মসূচির মতোই বিনামূল্যে দেয়া হবে। এতে বলা হয় ভ্যাকসিন ক্রয়, মজুদ, পরিবহন ও বিতরণ করতে চারটি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ইতিমধ্যে দুই বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে অর্থ মন্ত্রণালয়।

খবরে বলা হয় কর্মকর্তারা জানিয়েছেন টিকা কেনার জন্য আর্থিক সহায়তা পুরোটা পাওয়া না গেলে বাকি যা প্রয়োজন হবে তা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে।

এদিকে, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ২০ জন করোনা রোগী মারা গেছেন এবং অপর ১৩৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৮৩৮ জনে এবং মোট ৪০১,৫৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ যাবত সুস্থ হয়েছেন ৩১৮,১২৩ জন করোনা রোগী।