করোনা ভাইরাসে প্রায় দেড় কোটি মানুষ মারা গেছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
283

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে এক গা হীম হওয়ার মতো খবর দিয়েছে। সংস্থাটির দাবি, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রায় দেড় কোটি মানুষ মারা গেছেন। যা মূল হিসেবের চেয়ে প্রায় দুই ‍গুণ বেশি।

সংস্থাটি বলছে, করোনায় প্রতাশিত মৃত্যুর চেয়ে এই সংখ্যা ১৩ গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অনেক দেশেই করোনায় মৃতদের সঠিক হিসাব প্রকাশ করেনি। সংস্থাটির দাবি ভারতেই করোনায় ৪৭ লাখ মানুষ মারা গেছেন। যা ভারত সরকারের দেওয়া তথ্যের চেয়ে দশ গুণ বেশি। সেই হিসেবে বিশ্বে মোট করোনায় মারা যাওয়া মানুষদের তিন ভাগের এক ভাগই ভারতীয়।

যদিও ভারত সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে এটা মনগড়া গল্প।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগের বছরগুলোতে স্বাভাবিকভাবে বিশ্বে কতো মানুষ মারা যেত, তার সাথে করোনার সময়ে বিশ্বে কতো মানুষ মারা গেছে; তার পার্থক্য-তুলনা করেই এই সংখ্যা বের করা হয়েছে।

সরাসরি না হলেও করোনার সংশ্লিষ্ট নানা কারণে মারা গেছেন এমন মানুষদের এই হিসেবে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এ পর্যন্ত করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা ৬২ লাখ ৭০ হাজারের কিছু বেশি। সেই হিসেবের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবের তফাৎ প্রায় এক কোটি।

সূত্র: বিবিসি