কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২, ধ্বংসস্তুপের নিচে অগণিত মানুষ

0
439

ম্যাগপাই নিউজ ডেক্স : দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। ধ্বংসস্তুপের নিচে এখনো ‘অগণিত’ মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে। প্রবল বর্ষণে নদীগুলো দু কূল ছাপিয়ে প্রবাহিত হবার কারণে অনেকগুলো বাধ ভেঙে প্রবল বন্যা সৃষ্টি হয়েছে। এর ফলে এই ভূমিধস হয়। স্থানীয় অনেক মানুষ জানিয়েছে, ভূমিধসের পর তাদের আত্মীয়স্বজনকে খুঁজে পাচ্ছেন না। তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মেয়র জানিয়েছেন, ভূমিধসের শিকার শহরটি অন্য এলাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট স্যানটোস। তিনি আরো বলেছেন, ক্ষতির মাত্রা এত বেশি যে উদ্ধারকাজ শেষ করতে কয়েকদিন লেগে যেতে পারে। -বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here