কলারোয়া সীমান্তে বিজিবি টহল দলের ওপর চোরাচালানীদের হামলা

0
459

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি টহল দলের উপর চোরাচালানীরা হামলা চালিয়েছে। বুধবার সকাল ৬টার দিকে কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীতে বাংলাদেশ সীমানার অভ্যন্তরে স্পীডবোটে টহল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। চোরাচালানীদের সঙ্ঘবদ্ধ আক্রমনে টহলকাজে ব্যবহৃত স্পীডবোটটির ক্ষতি হয়েছে। বিজিবি চোরাচালানীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া ৫বস্তা সুপারী উদ্ধার করে। কাকডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার হায়দার জানান, বৃহস্পতিবার ভোরে বিজিবি সদস্যদের একটি দল সোনাই নদীতে স্পীডবোটে নিয়মিত টহলদানকালে দেখতে পান একদল চোরাকারবারী কয়েকটি বস্তাভর্তি মাল নিয়ে সোনাই নদী পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। টহলদল সেখানে পৌঁছানো মাত্র চোরাকারবারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সুপারী ভর্তি ৫টি বস্তা ফেলে পালিয়ে যায়। তবে কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি, তাদের হামলায় স্পীড বোটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চোরাচালানীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, আটককৃত প্রায় ২’শ কেজি সুপারীর বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। মালামাল কলারোয়া থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here