কাতার যেতে ভিসা লাগবে না ৮০ দেশের নাগরিকদের

0
385

ম্যাগপাই নিউজ ডেস্ক: ভিসা ছাড়াই বিশ্বের ৮০টি দেশের নাগরিকরা কাতারে ঢুকতে পারবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই ৮০টি দেশের মধ্য রয়েছে তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও।

তবে সেখানে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশগুলোকে।
দোহা নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে, এই সব দেশের নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে হবে না তার বদলে বন্দরে প্রবেশের সময় পাসপোর্ট দেখে একটি ম্যাল্টি এন্ট্রিও ওয়েভার ইস্যু করা হবে বিনা পয়সায়।

কোন দেশের নাগরিক তার উপর ভিত্তি করে সর্বোচ্চ ১৮০ দিনের ম্যাল্টি এন্ট্রিও ওয়েভার। তবে সর্বোচ্চ ৯০দিন থাকতে পারবেন তারা। অথবা তা ৩০দিনের মেয়াদে ইস্যু করা হলে এবং ৩০ দিন থাকতে পারবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে কাতার ট্রানসিট ভিসা চালু করেছিল যার ফলে যেকোন যাত্রী কাতারে ৫-৯৬ ঘন্টা থাকতে পারত। এরপর ২০১৭ সালের মে মাসে কাতার এয়ারলাইন্স একটা প্যাকেজ চালু করে যাতে কমপ্লিমেন্টারি ট্রান্সিট ভিসায় যাত্রীরা দোহার চার অথবা পাঁচ তারা হোটেলে বিনা পয়সায় এক রাত্রি থাকতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here