কান উৎসবে সোফিয়া কোপোলার ইতিহাস

0
388

জলসা ডেস্ক : এ বছর ‘দ্য বিগাইল্ড’ সিনেমার জন্য কান উৎসবের সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন সোফিয়া কোপোলা। কান উৎসবের ৭০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটলো।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত ‘দ্য স্টোরি অব দ্য ফ্লেমিং ইয়ার্স’ ছবির জন্য এ পুরস্কার জিতেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নারী নির্মাতা ইউলিয়া সোলেন্টসেভা। সেটাও বহু বছর আগে, ১৯৬২ সালে।

তবে এবারের কান উৎসব সোফিয়ার জন্য একেবারেই ব্যতিক্রম। ১৮ বছর বয়সে ১৯৭৯ সালেও কান উৎসবে যোগ দিয়েছিলেন সোফিয়া। সে বছর তার বাবার ছবি যৌথভাবে সেরা ছবির পুরস্কার ‘পাম ডি অর’ জিতে নিয়েছিল। এবার সোফিয়া জিতলেন সেরা নির্মাতার পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here