কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
392

নিজস্ব প্রতিবেদক, (ঝিনাইদহ): আইনশৃংখলা কমিটির সভাতেই খোদ পুলিশের কতিপয় সদস্যের অনৈতিক কর্মকান্ডে আইনশৃংলা পরিস্থিতির অবনতি হতে যাচ্ছে বলে অভিযোগ উস্থাপিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে উপস্থিত ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ কমিটির সদস্যরাই এমন অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে এ সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কর্মকর্তা যাদব সরকার, থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন। সভায় উপস্থিত কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত ওসি মিজানুর রহমান খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ওসি মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে তিনি বদ্ধপরিকর। তিনি সবেমাত্র এ থানাতে যোগদান করেছেন, সকল বিষয়ে এখনো অবহিত হতে পারেননি।

তিনি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সভাতে প্রধান অতিথি আনার বলেন, মাদক নির্মূল ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সমাজের সুধীজনদেরও এগিয়ে এসে দ্বায়িত্ব নিতে হবে। তিনি পুলিশের কর্মকান্ডে জনগন যাতে হয়রানির শিকার না হন, এজন্য থানার নবাগত ওসিকে বিষয়গুলি দেখে পদক্ষেপ নেওয়ার নির্দ্দেশ দেন। সভাতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রফুল্য কুমার, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আলী হোসেন অপু, মহিবুল ইসলাম মন্টু, রাজু আহম্মেদ রনি লস্কর, মোদাচ্ছের হোসেন, সংগ্রাম, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম ছানা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামির হোসেন, সাংগাঠনিক সম্পাদক নয়ন খন্দকার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও সদস্য শিপন মৃধা প্রমুখ। বক্তাগন উপজেলার আইনশৃংখলার পরিস্থিতি নিয়ে বলেন, কতিপয় পুলিশ সদস্য মাদক উচ্ছেদ অভিযানে গিয়ে নিরিহ লোকজনকে আটক করে হয়রানি করছে। সাধারন মানুষ যাতে এ হয়রানীর শিকার না হয় এজন্য তারা থানার নবাগত ওসির হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here