কিউবায় বিমান বিধ্বস্ত : একশোর বেশি যাত্রী নিহত

0
448

ম্যাগপাই নিউজ ডেস্ক : কিউবার রাজধানী হাভানাতে একশ’র বেশি যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

হাভানাতে হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি একটি মাঠের মধ্যে বিধ্বস্ত হয়।

বিমানটিতে ১০৪ জন যাত্রী এবং নয়জন বিদেশী কেবিন ক্রু ছিলেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, যাত্রীদের মধ্যে শুধু তিনজন বেঁচে আছেন। তবে গুরুতর আঘাত নিয়ে।

শহরের মুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।

আভ্যন্তরীণ রুটে চলাচল করা এই বিমানটি দেশটির পূর্বাঞ্চলের ওলগিন শহরে যাচ্ছিলো।

মেক্সিকোর একটি কোম্পানির কাছ থেকে ধারে বিমানটিকে ব্যাবহার করছিলো কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা। কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়ায ক্যানেল ঘটনাস্থল গেছেন।

তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে। মনে হচ্ছে মৃতের সংখ্যা খুব বড়। যা মোটেও আশাপ্রদ খবর নয়।-বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here