কিছু কথা রেখে যেতে চাই

0
703

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী।

হ্যাঁ সত্যি এখন আমার ভয় করে বাইরে যেতে, ডিউটির পর বাসায় ফিরতে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হবো। নিজেকে এই পেশায় বিলিয়ে দিতে কখনো পিছপা হবোনা। নিজের অসুস্থ ছেলেকে এবং পরিবারকে বাসায় রেখেও প্রতিদিন করোনা বিস্তার প্রতিরোধ, ভারত থেকে আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, মোবাইল কোর্ট, বাজার মনিটরিং, মানুষকে নিজ ঘরে অবস্থান নিশ্চিতকরণের জন্য ছুটে চলছি উপজেলার একপ্রান্ত থেকে অপর প্রান্তে। আমার নিজের খাওয়া- ঘুম বাদ দিয়ে ডিউটিতে যাই সমস্যা নেই, কিন্তু এখনকার পরিস্থিতি একদমই ভিন্ন, মানুষকে বুঝিয়ে, অনুরোধ করে, জরিমানা করেও ঘরে অবস্থান নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছেনা। এখন আমি আমার পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। আমার মাধ্যমে যদি ভাইরাস বাসায় নিয়ে যাই তো আমার ছেলের ও পরিবারের কি হবে? তবুও আমি ডিউটি করছি, পালাইনি, পালাবোও না। ভয় করে ছেলেকে চুমু দিতে, কোলে নিতে। নিজের নিঃশ্বাসকেই বিষাক্ত মনে হয়। তারমধ্যে পিপিই পরে বাহিরে রৌদ্রের মধ্যে কাজ করাও বিশাল এক যন্ত্রণা! N95 মাস্ক পরে দম কেমন বন্ধ হয়ে আসে। প্রতিটি ডিউটিই এমন মানসিক আর শারীরিক কষ্টে ভরা #জানিনা_কতদিন_টিকে_থাকবো
#তবে_আমি_পালাবোনা
#প্রশাসন _কখনও_পালায়না

#দায়িত্ব থেকে_পালানো_জানা নেই

√ নিজ ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যদেরকেও নিরাপদ রাখুন